Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাইডেন

শিগগিরই ইসরায়েলে হামলা চালাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৪, ১০:৩০ এএম


শিগগিরই ইসরায়েলে হামলা চালাবে ইরান

সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলার জেরে ইরান শিগগিরই সিরিয়ায় হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় ইসরায়েলে হামলা না চালানোর জন্য ইরানকে সতর্ক করে দেন বাইডেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি হামলা নিয়ে নিশ্চিত তথ্য পেতে চাই না। তবে ধারণা করছি, শিগগিরই এ হামলা চালানো হবে।’

ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের কী বার্তা হবে? এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় নিবেদিত।  আমরা ইসরায়েলকে সমর্থন করব। আমরা ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করব এবং ইরান সফল হবে না।’

গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সাত সদস্য নিহত হন। এদের মধ্যে দুজন বাহিনীটির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

আরএস

Link copied!