Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মন্ত্রীর পিএসের কাজের লোকের কাছে মিলল ২০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৬, ২০২৪, ১২:৩৬ পিএম


মন্ত্রীর পিএসের কাজের লোকের কাছে মিলল ২০ কোটি টাকা

চলছে ভারতের লোকসভা নির্বাচন। এরই মধ্যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী ও কংগ্রেস নেতা আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে প্রায় ২০ কোটি রুপি উদ্ধার করেছে সংস্থাটি।

জানা গেছে, ঝাড়খণ্ডের রাঁচিতে তল্লাশি অভিযান চালায় ইডি। রোববার রাত থেকেই রাঁচির ছয় জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছিল। এদিন সকালে মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়।

ইডি সূত্রের খবর, এখনও পর্যন্ত ২০ কোটি রুপি উদ্ধার হয়েছে। এখনও বিপুল পরিমাণ অর্থ গোনা বাকি। ফলে এই অঙ্ক আরও বাড়তে পারে।

ইডির দাবি, এই মামলার সঙ্গে জড়িত রয়েছেন সঞ্জীবও। তার বাড়ি থেকে নগদ টাকা-সহ একটি পেন ড্রাইভও উদ্ধার করা হয়েছে। ইডির কর্মকর্তারা জানিয়েছেন, ঝাড়খণ্ডের অন্য মন্ত্রীদের সঙ্গেও নাকি টাকার লেনদেন চলত সঞ্জীবের।

টাকা উদ্ধার প্রসঙ্গে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব বলেন, ‘দুর্নীতি শুধু ঝাড়খণ্ডেই শেষ হচ্ছে না। এই বিপুল পরিমাণ টাকা দেখেই বোঝা যাচ্ছে, নির্বাচনে টাকা ব্যবহার করা হত। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত।

ইএইচ

Link copied!