Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেক্সিকোতে বন্দুক হামলা প্রাণ গেল ৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৪, ১০:৩১ এএম


মেক্সিকোতে বন্দুক হামলা প্রাণ গেল ৮ জনের

মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুক হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১১ মে দেশটির একটি হাইওয়ের কাছে হুইটজিলাক পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

শহরের মেয়র রাফায়েল ভার্গাস জানান, এই সহিংসতা বন্ধ হওয়া উচিত। জনগণের জন্য ক্ষতিকর এমন সব অপরাধে আমরা নিন্দা জানাই।

এর আগে, গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং কথিত অপরাধীদের মধ্যে গোলাগুলিতে ৯ জনের মৃত্যু হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সাল থেকে মেক্সিকোজুড়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ খুন হয়েছে।

ইএইচ

Link copied!