Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ইসরায়েলি সেনাদের টানেলের ফাঁদে ফেলে বন্দি করলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৬, ২০২৪, ০৩:০৮ পিএম


ইসরায়েলি সেনাদের টানেলের ফাঁদে ফেলে বন্দি করলো হামাস

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের টানেলের ফাঁদে ফেলে বন্দি করলো হামাস। হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা শনিবার (২৫মে) এক বিবৃতিতে এ বিষয়টি জানায়।

কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর আল জাজিরার।

এক ভিডিও বার্তায় আবু উবাইদা জানান, একটি সুড়ঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে ইহুদি বাহিনীকে প্রলুব্ধ করেছিল আমাদের যোদ্ধারা পরে ওই বাহিনীর সব সদস্য হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে।

কাসেম ব্রিগেডের পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায় একজন আহত সৈন্যকে মেঝে বরাবর টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার অস্ত্র ও অন্যান্য যুদ্ধ সরঞ্জামের ছবিও দেখানো হয়।  

তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া আবু উবাইদা নিজেও তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি।  

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযাআন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে কমপক্ষে ৩৫ হাজার ৯০৩ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে ৮০ হাজার ৪২০ জন। হামাসও তখন থেকে  ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।  

এর আগে হামাসের হামলায় ১১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। তাছাড়া হামাসের হাতে কয়েক ডজন ইসরায়েলি এখনো বন্দী রেয়েছে।

বিআরইউ

Link copied!