Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঘূর্ণিঝড় রেমাল

মেট্রোরেল স্টেশনে হাঁটুসমান পানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৮, ২০২৪, ১০:৪৫ এএম


মেট্রোরেল স্টেশনে হাঁটুসমান পানি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারি বৃষ্টিপাতে ভারতের একটি মেট্রোরেল স্টেশন ডুবে গেছে। সেখানে হাঁটুসমান পানি জমায় বন্ধ রাখতে হয় মেট্রো চলাচল।

সোমবার বৈরী আবহাওয়ায় ভারতের কলকাতায় এ ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, দিনভর ভারি বৃষ্টিতে কলকাতার রাস্তাঘাট ডুবে যায়। এ পরিস্থিতির সঙ্গে কমবেশি শহরের বাসিন্দারা পরিচিত।

কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ডুবিয়ে দেয় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, যা স্থানীয়দের অবাক করে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত ভারি বৃষ্টি হলেও মেট্রো স্টেশনে পানি জমে না। কিন্তু সোমবারের বৃষ্টি নজির সৃষ্টি করেছে।

সকালে যাত্রীরা স্টেশনে গিয়ে দেখেন স্টেশনজুড়ে পানি আর পানি। মেট্রো ট্র্যাক, স্টেশনের সাবওয়ে সবখানেই হাঁটুসমান পানি।

এদিকে সোমবার বিজ্ঞপ্তি জারি করে স্টেশনে পানি জমার কারণ জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কলকাতা পৌরসভার তরল বর্জ্য নিষ্কাশনের পাইপে সমস্যা থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বলা হয়, সঙ্গে সঙ্গে কারণ অনুসন্ধান করেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। তারা দেখতে পান, সাবওয়ের ছাদের কাছাকাছি পৌরসভার নালার পাইপ রয়েছে।

ইএইচ

Link copied!