Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাকিস্তানে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৯, ২০২৪, ০৩:৪৩ পিএম


পাকিস্তানে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ আরো ২৫ জন।

তুরবাত শহর থেকে কোয়েটার দিকে যাওয়ার সময় বেলুচিস্তান প্রদেশের বাসিমা শহরে বুধবার ভোরের দিকে বাসটি দুর্ঘটনার শিকার হয়। হাসপাতাল ও সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইসমাইল মেনগাল বলেন, ‘চালক একটি পাহাড়ি এলাকায় মোড় দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।’

‘আমরা এখনো ঘটনার কারণ অনুসন্ধান করছি। এটা হতে পারে যে চালক ঘুমিয়ে পড়েছিলেন বা দ্রুত গতিতে ছিলেন। যার কারণে দুর্ঘটনা ঘটেছে।’

সিভিল হসপিটাল বাসিমার প্রধান চিকিৎসক নূর উল্লাহ এএফপি’কে বলেন, সেখানে তিন নারী ও দুই শিশুসহ ২৭ জনের লাশ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘মর্মান্তিক দুর্ঘটনার জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।’

তার কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

আরএস

Link copied!