Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পর্ন তারকাকে ঘুষ: ট্রাম্পের বিরুদ্ধে যে কোনো সময় রায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩০, ২০২৪, ১২:৩২ এএম


পর্ন তারকাকে ঘুষ: ট্রাম্পের বিরুদ্ধে যে কোনো সময় রায়

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে কোনো সময় রায় দেওয়া হতে পারে বলে জানা গেছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করতে ট্রাম্প ঘুষ প্রদান করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

এই পর্ন তারকার দাবি, ২০০৬ সালে ট্রাম্প তার সঙ্গে ‘সেক্স’ করেছিলেন। যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়ছিলেন তখন তিনি যেন এ কথা ফাঁস না করে দেন সেজন্য তাকে ঘুষ দেওয়া হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে আরও অভিযোগ, ঘুষের অর্থের কথা গোপন করতে তিনি ভুল ব্যবসায়িক তথ্য দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে।

সেগুলোতে বলা হয়েছে, নির্বাচনের কয়েক সপ্তাহ আগে নিজের আইনজীবী মাইকেল কোহেনকে দিয়ে স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের বিরুদ্ধে বিচারকাজে অংশ নেওয়া বিচারকরা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৯ মে) নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মধ্যে আলোচনা চলছিল।

ইএইচ

Link copied!