Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

তবে কী মোদিই বসছেন ক্ষমতার মসনদে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২৪, ১২:৩৭ এএম


তবে কী মোদিই বসছেন ক্ষমতার মসনদে?

সব জল্পনা-কল্পনা কাটিয়ে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট। এর আগে ১৯ এপ্রিল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর শেষ হয়েছে ৩১ মে। দেড় মাস ধরে চলা ৭ ধাপে নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার।

এদিকে মঙ্গলবার ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা কবে দেশটির নির্বাচন কমিশন। 

বিভিন্ন জরিপ এবং ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে এবারও নির্বাচনে বিশাল জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।

এনডিএ জোট জিতলে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। ভারতের রাজনীতির ইতিহাসে নরেন্দ্র মোদিই প্রথম রাজনীতিবিদ, যিনি পরপর তিনটি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে চলেছেন।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগণকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। গত দেড় মাস ধরে বিভিন্ন প্রচারণা সভায় সেসব প্রতিশ্রুতি কথা বলেছেন মোদি এবং বিজেপি নেতারা।

ইএইচ

Link copied!