Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪,

লোকসভা নির্বাচন

১৪ আসনের চূড়ান্ত ফল ঘোষণা: বিজেপি ৭, কংগ্রেসসহ অন্যান্য ৭

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২৪, ০৫:০৪ পিএম


১৪ আসনের চূড়ান্ত ফল ঘোষণা: বিজেপি ৭, কংগ্রেসসহ অন্যান্য ৭

বিকেল সাড়ে ৪ টা অব্ধি ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনায় মোট ১৪টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৭ টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। কংগ্রেসসহ অন্যান্য দল পেল ৭ টি আসন।

তাদের মধ্যে ৪টি আসনে জিতেছে কংগ্রেস। ২ টি আসনে জয় পেয়েছে জনতা দল (জেডি-এস), বাকী আসনটিতে জিতেছে আম আদমি পার্টি।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ১৪ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

ওয়েবসাইটে তথ্য বলছে, বিজেপি ২৪০ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ৩৩ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৬টি। অন্যদিকে  একই হিসাবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৬।

গেল লোকসভা নির্বাচনে- বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

বিআরইউ
 

Link copied!