community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪,

ইরানের কায়েম হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৮, ২০২৪, ০৯:৪৭ পিএম


ইরানের কায়েম হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৯

ইরানের উত্তরাঞ্চলীয় রাশত শহরের কায়েম নামক একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন রোগীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার (১৮ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এসব তথ্য জানায়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় ৩৩০ কিলোমিটার (প্রায় ২০৫ মাইল) দূরে রাশত শহরের কায়েম হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। এতে ছয় নারী ও তিন পুরুষ মারা যান।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান শাহরাম মোমেনি জানিয়েছেন, হাসপাতালটির বেসমেন্টে থাকা নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোয়ায় নিহতরা ছাড়াও আটকে পড়েন ১৪০ জনেরও বেশি মানুষ। তাদের সবাইকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ইরানে প্রায়ই হাসপাতাল ও ক্লিনিকে আগুন লাগার খবর পাওয়া যায়, যার জন্য মূলত প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করা হয়।

এর আগে, গত বছরের নভেম্বরে দেশটির গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সেই ঘটনায় অন্তত ৩২ জন নিহত হন।

২০২০ সালে উত্তর তেহরানের একটি ক্লিনিকে গ্যাস লিকেজের ফলে হওয়া বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছিল।

বিআরইউ

Link copied!