Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অতিরিক্ত মাংস খেয়ে এক হাজারের বেশি মানুষ হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২৪, ০৮:৩১ পিএম


অতিরিক্ত মাংস খেয়ে এক হাজারের বেশি মানুষ হাসপাতালে

পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেক মানুষ। যার মধ্যে ১ হাজার ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, পেশোয়ারে ২৪ ঘণ্টায় পাকস্থলী ও অন্ত্রের রোগে ৬১০ জন আক্রান্ত হয়। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়েছেন।

এছাড়া পশুর দ্বারা আক্রান্ত হয়ে এই হাসপাতালে অনেকে এসেছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে ঈদে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আরও প্রায় ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এসেছিলেন।

ইএইচ

Link copied!