Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাশিয়ায় বন্দুকধারীদের হামলা: প্রাণ গেল ১৫ পুলিশ সদস্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৪, ২০২৪, ০৯:৩৮ এএম


রাশিয়ায় বন্দুকধারীদের হামলা: প্রাণ গেল ১৫ পুলিশ সদস্যের

রাশিয়ার দাগেস্তানে দুটি গির্জা ও পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হামলাকারীদের মধ্যে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রে অবস্থিত ডারবেন্ট এবং মাখাচকালা শহরে পৃথক দুটি হামলায় ঘটনা ঘটে। বন্দুকধারীরা দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায়।

হামলার শিকার হওয়া পুলিশ পোস্ট প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ।

দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভজানিয়েছেন, হামলাকারীদের মধ্যে ৬ জনকে হত্যা করা হয়েছে।

হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ইএইচ

Link copied!