আন্তর্জাতিক ডেস্ক
জুন ২৯, ২০২৪, ০৫:১৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
জুন ২৯, ২০২৪, ০৫:১৪ পিএম
পশ্চিম নেপালে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার দেশটির সরকারি এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নেপালের ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভাট্টরাই জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসের সময় একটি পরিবারের পাঁচজন সদস্য ঘুমিয়ে ছিলেন। .
ভট্টরাই রয়টার্সকে বলেন, ‘পাঁচজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।’
এছাড়া, পার্শ্ববর্তী স্যাংজা জেলায় এক নারী ও তার তিন বছরের মেয়ে ভূমিধসের ঘটনায় মারা গেছেন। অন্যদিকে, গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন।
জুনের মাঝামাঝি সময় থেকে নেপালে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন মারা গেছেন। সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে। -সূত্র : রয়টার্স।
আরএস