Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

ধেয়ে আসছে প্রবল বেগের ভয়ংকর ‘ঘূর্ণিঝড় বেরিল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১, ২০২৪, ০৯:৪৩ এএম


ধেয়ে আসছে প্রবল বেগের ভয়ংকর ‘ঘূর্ণিঝড় বেরিল’

বিপজ্জনক হয়ে উঠছে পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল। ঘূর্ণিঝড়টি এরইমধ্যে ক্যাটাগরি ৪-এ রূপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট চলতি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘বেরিল’ ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় অঞ্চলের দিকে।

স্থানীয় সময় রোববার সকাল পর্যন্ত ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মাইল বেগে এটি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিল।

সিএনএন বলছে, ‘বেরিল’ এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি ৪ হারিকেন।

ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি বড় এবং ধ্বংসাত্মক ঢেউ নিয়ে আসতে পারে উল্লেখ করে এনএইচসি বলছে, ঘূর্ণিঝড় সতর্কীকরণ এলাকায় যেখানে মূল অংশটি আছড়ে পড়তে পারে, সেখানে এবং তার কাছাকাছি উপকূলীয় অঞ্চলে ৬ থেকে ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, বেরিলের প্রভাবে ভারি বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং জলোচ্ছ্বাস হতে পারে। রোববার রাত থেকে সোমবারের মধ্যে ৩ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জজুড়ে বন্যাও দেখা দিতে পারে।

ইএইট

Link copied!