আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১৩, ২০২৪, ০৩:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১৩, ২০২৪, ০৩:০০ পিএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা।
একই সঙ্গে হামাসের সব সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে দেশটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।
আর্জেন্টাইন প্রেসিডেন্টের অফিসের একটি বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতেই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সেদিন হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ২০০ জন। পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে।’
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরে ইসরায়েলি সরকারের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য পবিত্র নগরী জেরুজালেম যান মিলেই। সেসময় তিনি বিরোধপূর্ণ শহরটিতে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা পেলেও ফিলিস্তিনিদের সমালোচনার মুখে পড়েন তিনি।
ইএইচ