Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪,

ওমানে মসজিদ চত্বরে গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৬, ২০২৪, ১১:২৩ এএম


ওমানে মসজিদ চত্বরে গুলি, নিহত ৪

ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে গুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। দেশটির পুলিশ মঙ্গলবার ঘটনার পর এক বিবৃতিতে জানিয়েছে, আল-ওয়াদি আল-কবির নামক এলাকায় এই বন্দুক হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে, এখনো হামলাকারীর পরিচয় জানা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ওমানে বন্দুক হামলার ঘটনা বিরল। গুলির পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এ হামলায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এ ঘটনার বিস্তারিত জানায়নি পুলিশ। তারা বলছে, হামলাকারী একজন। তিনি রাইফেল হাতে এই হামলা করেছেন। তবে, কী কারণে হামলা করেছেন, সে সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

এ ঘটনার পর ওমানে অবস্থানরত আমেরিকার নাগরিকদের ঘটনার এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

আরএস

Link copied!