Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ব সংবাদমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের খবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৫, ২০২৪, ০৭:০০ পিএম


বিশ্ব সংবাদমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সোমবার (০৫ আগস্ট) দুপুরে বোন শেখ রোহানাকে নিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী। এমন খবর প্রচার করেছেন বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। বিবিসির স্থানীয় প্রতিনিধির বরাতে এ খবর দিয়ে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনা ‘নিরাপদ আশ্রয়ের’ জন্য দেশ ছেড়েছেন। সঙ্গে শেখ রেহানাও আছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে।

এএফপিও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি বলছে, নিরাপদ আশ্রয়ের উদ্দেশে তিনি বাংলাদেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি বলেছে, হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে।

আর রয়টার্স বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন। বাংলাদেশও ছেড়ে গেছেন। এদিকে পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা ‘গণভবন’ ছেড়েছেন। তাকে কপ্টারে করে ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

একটি সূত্রের উল্লেখ করে খবরে বলা হয়, এর আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে ইস্তফা দেয়ার জন্য প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেয়া হয়। ৪৫ মিনিট সময় তাকে দেয়া হয়েছিল বলে ওই সূত্র দাবি করেন। তবে অন্য একাধিক সূত্রের দাবি, পুরো বিষয়টিই হয়ে

আরএস

Link copied!