Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৬, ২০২৪, ০১:০০ এএম


শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে (উত্তর প্রদেশ) সেনাবাহিনীর হিন্দন বিমানঘাঁটিতে শেখ হাসিনার হেলিকাপ্টারটি পৌঁছালে সেখানেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন অজিত দোভাল।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেন করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ ছাড়া দেশটির লোকসভার বিরোধী দলের নেতা এবং কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীও এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস সূত্র জানিয়েছে, এই দুই নেতা বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

ইএইচ

Link copied!