Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৯:৪২ এএম


তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে স্থানীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারটির সংঘর্ষ হলে আরও কয়েকটি যানবাহন এ দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছেন বলে সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানিয়েছেন।

ইএইচ

Link copied!