Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সুপার টাইফুনের আঘাতে ভিয়েতনামে প্রাণহানি বেড়ে ১৭৯

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৪, ১১:২০ এএম


সুপার টাইফুনের আঘাতে ভিয়েতনামে প্রাণহানি বেড়ে ১৭৯

সুপার টাইফুন ‘ঘূর্ণিঝড় ইয়াগির’ আঘাতে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে প্রাণহানি বেড়ে ১৭৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও সাত শতাধিক মানুষ।

এ ছাড়া প্রবল বর্ষণে রেড রিভার নদীর পানি রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বন্যায় ডুবে গেছে রাজধানী হ্যানয়ের অধিকাংশ এলাকা।

এখন পর্যন্ত খোজ নেই আরও ১৪৫ জনের। গেল ২৪ ঘণ্টায় বিরতিহীন বৃষ্টিপাতে প্রতিটি নদী ও জলাশয়ে বেড়েছে পানির স্তর। কয়েক প্রদেশে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

গত শনিবার ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে দেশটির উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি। এতে রাজধানী হ্যানয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন ও যানবাহন। ভেঙে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। বেশ কিছু এলাকায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।

কুয়াং নিন ও হাই ফং প্রদেশে টিনের চাল ও বিলবোর্ড উড়ে এসে আঘাত হানলে, আহত হন বেশ কয়েকজন। এ পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে ১২ মিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি দেখেছে ভিয়েতনাম।

বিআরইউ

Link copied!