Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাইতিতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণ গেল ২৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১০:৫৭ এএম


হাইতিতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণ গেল ২৪ জনের

হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, লোকজন ট্রাকটি থেকে চুইয়ে পড়া জ্বালানি তেল সংগ্রহের সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির।

হাইতির সিভিল প্রটেকশন এজেন্সির প্রধান এমানুয়েল পিয়েরে জানান, মিরাগোয়ানে শহর এলাকায় এই বিস্ফোরণে আরও ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগ লোকজনের শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। এর আগে জানানো হয়েছিল, মৃতের সংখ্যা ১৬, তবে উদ্ধারকর্মীরা তাদের কাজ করতে গিয়ে আগুনে পোড়া আরও বেশ কয়েকটি মৃতদেহ বিস্ফোরণস্থলের আশপাশে পড়ে থাকতে দেখেন।

আহতদের বন্দর শহর মিরাগোয়ানের সেইন্ট থেরেসে হাসপতালে ভর্তি করা হয়েছে। এই শহরটি রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পরে অবশ্য ছয়জনকে আরও ভালো চিকিৎসার জন্য পোর্ট অব প্রিন্সের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া আরও ১৩ রোগীর শরীরের ৮০ ভাগেরও বেশি পুড়ে যাওয়ার কারণে তাদের সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে এই দুর্ঘটনার কারণে অন্তর্র্বতী প্রধানমন্ত্রী গ্যারি কোনিলে মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক ডেকেছেন।

ইএইচ

Link copied!