আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:৪৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:৪৯ পিএম
ভারতের বিহারে ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ উৎসব চলাকালীন পৃথকভাবে পানিতে ডুবে ৩৭ শিশু মোট ৪৩ জন মারা গেছে। এখনো নিখোঁজ রয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার রাজ্য সরকারের একটি বিবৃতিতে জানানো হয়, গত বুধবার রাজ্যের ১৫টি জেলায়— পূর্ব ও পশ্চিম চম্পারণ, নালন্দা, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারন, পাটনা, বৈশালী, মুজফফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
দেশটির বিপর্যয় মোকাবিলা দপ্তর জানায়, এখন পর্যন্ত মোট ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩৭ শিশু ও সাত নারী রয়েছেন। এছাড়া ৩ জন এখনো নিখোঁজ রয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরও জানান, ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। মৃতদের মধ্যে আটজনের পরিবারের সদস্যরা ইতিমধ্যে এই ক্ষতিপূরণ পেয়ে গেয়েছেন।
ইএইচ