Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাজায় নিহতের সংখ্যা ৪২,১৭৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১২, ২০২৪, ০৫:১৮ পিএম


গাজায় নিহতের সংখ্যা ৪২,১৭৫

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের মধ্যে যুদ্ধে এই পর্যন্ত ৪২ হাজার ১শ’ ৭৫জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় শনিবার এই কথা জানিয়েছে।

ফিলিস্তিনের গাজা থেকে এএফপি জানায়।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংখ্যা গত ২৪ ঘন্টায় নিহত ৪৯ জনসহ উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা আকস্মিকভাবে ইসরাইলে হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ৯৮ হাজার ৩শ’ ৩৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

আরএস

Link copied!