Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ট্রাম্পের সমাবেশের কাছ থেকে বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৪, ১০:৪১ এএম


ট্রাম্পের সমাবেশের কাছ থেকে বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোচেলাতে ডোনাল্ড ট্যাম্পের সমাবেশ কাছ থেকে একটি শর্টগান, একটি গুলিভর্তি হ্যান্ডগান ও ভুয়া পাসপোর্টসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর বিবিসি

অভিযুক্ত ওই ব্যক্তি হলেন ৪৯ বছর বয়সী ভেম মিলার। তিনি কালো রঙের একটি এসইউবি গাড়ি চালিয়ে যখন ট্রাম্পের সমাবেশে প্রবেশের জন্য নিরাপত্তা চেক পয়েন্টে পৌঁছান, তখন তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগজিন উদ্ধার করা হয়।

কোচেলার সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়া ওই ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্র বহনের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ওই ঘটনায় ট্রাম্প পুরোপুরি বিপদ মুক্ত রয়েছেন। এছাড়া তার নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়নি।

স্থানীয় সরকারি কর্মকর্তা ওই ব্যক্তিকে উন্মাদ বলে অভিহিত করেছেন এবং এ ঘটনায় ট্রাম্পের সমাবেশে কোনো ধরনের প্রভাব পড়েনি বলে জানান।

ইএইচ

Link copied!