Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

আবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৪, ০৪:২৯ পিএম


আবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

মালয়েশিয়ার প্রায় শত বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শ্বাসনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফের উদ্ধৃতি দিয়ে কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, দুই বারের প্রাক্তন প্রধানমন্ত্রী সর্বশেষ জুলাই মাসে ‘একটানা কাশির’ জন্য হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সুফি ইউসুফ বলেন, লোয়ার ‘রেসপিরেটরি ট্র্যাক্ট‍‍` সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী কয়েকদিন ধরে তার চিকিৎসা চলতে পারে।

মাহাথির জুলাই মাসে ৯৯ বছর বয়স পূর্ণ করেন।সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কবার হার্টের সমস্যায় ভুগেছেন এবং একাধিক বাইপাস সার্জারি করিয়েছেন। জুলাইয়ে সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াও তিনি এই বছরের শুরুতে প্রায় তিন মাস হাসপাতালে থেকেছেন।

মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে মাত্র দুই বছরের কম সময়ে তার সরকার ভেঙে পড়ে।

আরএস

 

Link copied!