আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৪, ০৮:৫৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৪, ০৮:৫৬ পিএম
অবরুদ্ধ গাজার খান ইউনিসে অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে এক পরিবারের অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনই শিশু।
ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি।
তাছাড়া গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজার বেশ কিছু আবাসিক ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
অন্যদিকে লেবাননে সবশেষ হামলায় তিন সাংবাদিকসহ বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে।
জানা গেছে, লেবাননের দক্ষিণ হাসবাইয়া এলাকায় ওই সাংবাদিকদের বাসস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তারা যুদ্ধের সংবাদ কাভার করছিলেন।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে আড়াই হাজার ছাড়িয়েছে। -সূত্র: আল-জাজিরা
আরএস