Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪,

গাজায় ২৮ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৪, ১১:৩৫ এএম


গাজায় ২৮ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন সিআইএ প্রধান

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক বিল বার্নস রোববার ইসরায়েলি ও কাতারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের নতুন একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।

নতুন প্রস্তাবে ২৮ দিনের যুদ্ধবিরতি এবং কয়েক ডজন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে প্রায় আটজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস।

গত রোববার দোহায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং মোসাদের পরিচালক ডেভিড বার্নেয়ার সঙ্গে বৈঠক করেন বিল বার্নস। আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি একটি আংশিক চুক্তির প্রস্তাবের কথা প্রকাশ্যে নিশ্চিত করেন।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, বার্নস, আল-থানি এবং বার্নেয়া ইতোমধ্যেই এই আংশিক চুক্তির ধারণা নিয়ে কাজ করছিলেন এবং রোববারের বৈঠকে মিসরের প্রস্তাবকে আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেন।

বিল বার্নসের পরিকল্পনায় চার সপ্তাহের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে হামাসের হাতে থাকা বিভিন্ন বয়সের ৮ জন নারী বা ৫০ বছরের বেশি বয়সী পুরুষ মুক্তি পাবেন এবং ইসরায়েল কয়েক ডজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে দুই মাস ধরে অচলাবস্থা বিরাজ করছে। আংশিক এই চুক্তিটি হলে সেই অচলাবস্থা ভাঙতে পারে। এ ছাড়া একটি বিস্তৃত চুক্তির আলোচনা পুনরায় শুরু হতে পারে; গাজার মানবিক পরিস্থিতির উন্নতি হতে পারে এবং গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিরা মুক্তি পেতে পারেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ধরনের চুক্তি হওয়ার সম্ভবনা একদমই নেই। কিন্তু নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দুই পক্ষই তাদের অবস্থান বদল করতে পারে এবং চুক্তির পথ সুগম হতে পারে।

ইএইচ

Link copied!