Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লেবাননে ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২, ২০২৪, ১১:৫৭ এএম


লেবাননে ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৫২

শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এই হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোন সতর্কতা জারি করেনি।

বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘বালবেক-হারমেল অঞ্চলে আজকের ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে।’ এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিনে নয়জন এবং বেদনায়েলে আটজন নিহত হয়েছেন। সূত্র: বাসস।

বিআরইউ

Link copied!