Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

আবারও হোয়াইট হাউজের পথে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৬, ২০২৪, ০১:১৬ পিএম


আবারও হোয়াইট হাউজের পথে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ২৪৮টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের আর ২২টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন। খবর আল জাজিরা।

বিবিসির সবশেষ তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৬৫টি। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৯৪টি ভোট। উল্লেখ্য, হোয়াইট হাউজের নেতৃত্বের জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। সেক্ষেত্রে ট্রাম্পের আর প্রয়োজন ৫টি আর হ্যারিসের প্রয়োজন ৭৬টি ইলেকটরাল কলেজ ভোট।

ফলে বলাই যায় আবারও হোয়াইট হাউজের পথে রয়েছেন ট্রাম্প। আর তা যদি প্রতিফলিত হয় তাহলে দেশটির ইয়াতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট (৮৩) পেতে যাচ্ছেন মার্কিনীরা।

সবশেষ ফলাফলে দেখা যায়, ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮২০ ভোট, বিপরীতে কমলা পেয়েছেন ৬ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৯৬ ভোট। শতাংশের হিসেবে রিপাবলিকান প্রার্থীর ৫১ শতাংশ ও ডেমোক্রেটিক প্রার্থীর ৪৭ শতাংশ।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই সাত রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি। তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

বিআরইউ

Link copied!