Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

যুক্তরাষ্ট্রের মন্ত্রী হতে যাচ্ছেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৪, ১০:৫৯ এএম


যুক্তরাষ্ট্রের মন্ত্রী হতে যাচ্ছেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম প্রভাবশালী ইলন মাস্ক। গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন এই টেক জায়ান্ট ধনকুবের। এরপর ট্রাম্পের জয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখেন। জয়ের পর ইলন মাস্কের অবদান ভুলে যাননি ট্রাম্প, দিলেন এর প্রতিদান।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘সরকারি দক্ষতা বিভাগ’ নামে ট্রাম্প নতুন মন্ত্রণালয় গঠন করতে যাচ্ছেন। এর দায়িত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। বিবেক প্রযুক্তি উদ্যোক্তা এবং এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তাদের নাম ঘোষণা করেন। তাতে বলেন, তারা আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলার, অতিরিক্ত বিধি-বিধান ও অযথা খরচ কমাতে এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের পথ প্রশস্ত করবে। নতুন মন্ত্রণালয় সরকারের বাইরে থেকে পরামর্শ ও নির্দেশনা দেবে।

প্রসঙ্গত, ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানোর জন্য প্রতিষ্ঠা করা হয় আমেরিকা পিএসি নামক প্রতিষ্ঠান। ফেডারেল হিসেব অনুযায়ী, ট্রাম্পকে-সমর্থন করে নির্বাচনী প্রচারণার জন্য মাস্ক অন্তত ১১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

মার্কিন নির্বাচন নিয়ে ইলন মাস্কের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ বিজয়ী ভাষণে ইলন মাস্কের ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের একজন নতুন তারকা জন্ম নিয়েছেন তিনি হলেন ইলন মাস্ক। তিনি একজন দারুণ লোক।

ট্রাম্প বলেন, ইলন যুক্তরাষ্ট্রের জন্য সত্যিকারের একজন জিনিয়াস।

বিআরইউ

Link copied!