Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪,

ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৪, ১১:০৬ এএম


ম্যাট গেটজকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দিলেন ট্রাম্প

রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ-কে (৪২) অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির শীর্ষ প্রসিকিউটর ও বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এ তথ্য জানান। খবর আল জাজিরা।

ওই পোস্টে ট্রাম্প লিখেন, গেটজের মনোনয়ন প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করার জন্য তাঁর এজেন্ডার অংশ হিসেবে কাজ করবে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে বিচার বিভাগকে "অস্ত্রীকরণ" করার অভিযোগ এনেছেন। এমন অভিযোগ থেকে দেশকে রক্ষা করতেই তিনি গেটজকে বেছে নিয়েছেন।

ট্রাম্প তার বিবৃতিতে লিখেছেন, "আমাদের বিচার ব্যবস্থার পক্ষপাতমূলক অস্ত্রায়নের অবসানের চেয়ে আমেরিকায় কয়েকটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ। ম্যাট এসব প্রতিরোধে কাজ করবে। তার মধ্যে আমাদের সীমানা রক্ষা, অপরাধমূলক সংগঠনগুলোকে ভেঙে ফেলা এবং বিচার বিভাগের প্রতি আমেরিকানদের যে নেতিবাচক ধারণা ছিলো তা আবার আস্থায় ফিরিয়ে আনতেও কাজ করবে।"

গেটজ বলেন, "আমাদের জনগণের মনে অস্ত্রধারী সরকারের যে নেতিবাচক ধারণা আছে তা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে আদালতের পূর্ণ দায়িত্ব নিতে হবে। আমি সেটা রক্ষা করবো।"

এর আগে মঙ্গলবার ট্রাম্প “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” বা ‍‍`সরকারি দক্ষতা বিভাগের‍‍` নেতৃত্ব দিয়েছেন ইলন মাস্ককে। এদিন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী করার ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিআরইউ

Link copied!