Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

ইলন মাস্কের সঙ্গে ইরানি দূতের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৪, ১১:১৬ এএম


ইলন মাস্কের সঙ্গে ইরানি দূতের গোপন বৈঠক

জাতিসংঘে নিযুক্ত ইরানের দূতের সঙ্গে দেখা করেছেন মার্কিন ধনকুবের ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতেই ইলন মাস্ক ইরানি দূতের সঙ্গে দেখা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইলন মাস্ক ও ইরানি দূত আমির সায়্যিদ ইরাভানির এই বৈঠককে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত সোমবার একটি গোপন স্থানে এক ঘণ্টার বেশি সময় ধরে তাদের বৈঠক হয়।  

দুইজন ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কীভাবে উত্তেজনা কমানো যায়- তা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বলেন, ইলন মাস্ক এই বৈঠকের অনুরোধ করেছিলেন।

তবে এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল (ট্রানজিশন টিম) বা ইরানি মিশনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ইরানি মিশন শুধু জানিয়েছে, এনিয়ে তাদের কোনো মন্তব্য নেই।

দ্য গার্ডিয়ান বলছে, ট্রাম্প যখন ইউক্রেন ও মধ্যপ্রাচের সংঘাত মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন তখন ইলন মাস্ক পররাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সহায়তা করছেন।

এর আগে মার্কিন নির্বাচনের ফলাফলের পরেই ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনালাপ হচ্ছিল, তাতে যোগ দেন ইলন মাস্ক।  

মাস্ক সম্পর্কে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি বলেন, তিনি (ইলন মাস্ক) এখন ইরানিদের সঙ্গে আলোচনা করছেন। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আগে থেকে ইরানিরা আমেরিকানদের সরাসরি আলোচনায় নিযুক্ত করেনি। তাই এটি বড় চুক্তি হতে পারে।

বিআরইউ

Link copied!