Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন: প্রেসিডেন্ট অনূঢ়ার বিপুল ভোটে জয়

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৪, ০৩:২৭ পিএম


শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন: প্রেসিডেন্ট অনূঢ়ার বিপুল ভোটে জয়

শ্রীলঙ্কায় ১৭তম আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) বিপুল ভোটে জয়ী হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের সবশেষ ফলাফলে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই জয়ের মাধ্যমে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্টকে দারিদ্র্য বিমোচন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নীতি সংস্কারে আরও বেশি ক্ষমতা দিলো শ্রীলঙ্কা।

দেশটিতে গতকাল আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সবশেষ তথ্য অনুযায়ী, মোট ২২৫টি আসনের মধ্যে এনপিপি ১৩৭টি আসন পেয়েছে। অর্থাৎ তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এদিকে, দিশানায়েকের জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসার সামাগি জানা বালাওয়েগায়া পার্টি ২৮টি আসন পেয়েছে এবং প্রায় ১৮ শতাংশ ভোট পেয়েছে। এবং অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সমর্থিত নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছে মাত্র তিনটি আসন।

শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি আসন প্রতিটি দলের প্রাপ্ত আনুপাতিক ভোটের ভিত্তিতে বরাদ্দ করা হবে।  

রয়টার্স বলছে, অনুঢ়া কুমারা দিশানায়েকের ডাকেই মূলত বৃহস্পতিবার দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। জনগণের সমর্থনে পার্লামেন্টে নিজ দলের আসন সংখ্যা বাড়িয়ে ঋণ জর্জরিত দেশটির অর্থনৈতিক সংস্কারে গতি আনার লক্ষ্য নিয়েছেন প্রেসিডেন্ট।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিশানায়েকে ক্ষমতা গ্রহণের পরদিনই পার্লামেন্ট ভেঙে দেন।

বৃহস্পতিবার ভোট দেওয়ার পর দিশানায়েকে সংবাদমাধ্যমকে বলেছেন, এই নির্বাচন শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যাশা একটি শক্তিশালী পার্লামেন্ট গঠন করা এবং আমার বিশ্বাস জনগণ আমাদের এই সুযোগ দেবে।

এদিকে বিশ্লেষকেরা বলেছেন, পার্লামেন্টে অনূঢ়ার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তার হাতকে শক্তিশালী করল। এখন তিনি তার অর্থনৈতিকসহ অন্যান্য নীতি সহজেই বাস্তবায়ন করতে পারবেন।

বিআরইউ

Link copied!