Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

থাইল্যান্ডে অর্ধশতাধিক ‘রোহিঙ্গা’ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৪, ১২:৪৪ পিএম


থাইল্যান্ডে অর্ধশতাধিক ‘রোহিঙ্গা’ অভিবাসী আটক

মিয়ানমার থেকে পালিয়ে সমুদ্রপথে থাইল্যান্ডে গিয়ে আটক হয়েছেন ৩০ শিশুসহ ৭০ রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশী। তাদেরকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপ থেকে আটক করে স্থানীয় পুলিশ।

জানা গেছে, ওই সব রোহিঙ্গা অভিবাসী শনিবার ফাং এনগা প্রদেশের উপকূলে পৌঁছায়।

বহিরাগত হিসেবে চিহ্নিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে অমানবিক নির্যাতনের শিকার। মূলত এ কারণেই তারা মিয়ানমার থেকে পালিয়ে আশপাশের অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে। ইতোমধ্যেই বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ফাং এনগা প্রদেশের পুলিশের কমান্ডার সোমকানে ফোথিসরি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিবাসীরা স্বীকার করেছেন যে, তারা মুসলিম। 

ধারণা করা হচ্ছে, তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য হতে পারেন।

প্রতি বছর সমুদ্র পথে মিয়ানমার থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পারি জমানোর চেষ্টা করে রোহিঙ্গারা। বছরের পর বছর ধরে জাতিগত নির্যাতনের শিকার এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা করছেন। মিয়ানমারে তাদের অবৈধ হিসেবে গণ্য করায় তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন।

এক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে উপকূল অঞ্চলগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন রোহিঙ্গারা। সূত্র: রয়টার্স।

বিআরইউ

Link copied!