Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাজায় আবাসিক টাওয়ারে ইসরায়েলি হামলা: ৭২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৪, ০৮:৩৪ পিএম


গাজায় আবাসিক টাওয়ারে ইসরায়েলি হামলা: ৭২ ফিলিস্তিনি নিহত

উত্তর গাজার একটি আবাসিক টাওয়ারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের টিম ওই এলাকায় পৌঁছাতে পারছে না। তাছাড়া এ ঘটনায় কয়েক ডজন আহত ও ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন।

অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। গত একদিনে লেবাননের অন্তত ১৪৫ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।

সেন্ট্রাল বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ আফিফকেও হত্যা করেছে ইসরায়েল।

যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৪৩ হাজার ৮৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

অন্যদিকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪৫২ জন। আহত হয়েছেন ১৪ হাজার ৬৬৪ জন। -সূত্র: আল-জাজিরা

আরএস

Link copied!