Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

বাংলাদেশে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৪, ১১:৪৬ পিএম


বাংলাদেশে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

ভারতীয় উপমহাদেশ সফরে আসার ইচ্ছাপোষণ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সফরের অংশ হিসেবে কিছু দিনের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারেন রাজা চার্লস ও রানী ক্যামিলা।

শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন, যা তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজা ও রানির এই সফর শুরু হতে পারে, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য না দিয়ে ডেইলি মিরর জানিয়েছে, রাজা চার্লস শিগগিরই ভারতীয় উপমহাদেশ ভ্রমণের তার পরিকল্পনা পুনরুজ্জীবিত করতে পারেন, যা ২০২২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সব ধরনের সফর বাতিল করেছিলেন তৃতীয় চার্লস। তবে, ভারতীয় উপমহাদেশের তিন দেশ— বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রেক্সিট পরবর্তী বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন। ধারণা করা হচ্ছে, এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ব্রিটিশ রাজা ও রানির সফর।

বার্কিংহাম প্যালেসের একটি সূত্র বলেছে, ‘রাজা এবং রানির জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা খুব উৎসাহব্যঞ্জক। ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফর শুরুর কথা রয়েছে; যা বিশ্বমঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যে রাজা-রানির সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনার করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে।

ইএইচ

Link copied!