Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

ভারতে বাংলাদেশি বিরিয়ানি বয়কটের সমাবেশে ১০ হাজার প্যাকেট বিরিয়ানি সাবাড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:৪২ পিএম


ভারতে বাংলাদেশি বিরিয়ানি বয়কটের সমাবেশে ১০ হাজার প্যাকেট বিরিয়ানি সাবাড়

সম্প্রতি বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গেও প্রতিদিনই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে। প্রতিবাদের অংশ হিসেবে সেখানে বাংলাদেশিদের দোকানে তৈরি বিরিয়ানি বয়কটের ডাক দিতে একটি সভার আয়োজন করেছিল সনাতনী ঐক্য পরিষদ। কিন্তু, সেই প্রতিবাদ কর্মসূচি শেষে সভাস্থল অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হল বিরিয়ানি। প্রায় ১০ হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করা হয়েছে। এই নিয়ে তীব্র প্রতিবাদও জানায় তৃণমূল কংগ্রেস। খবর হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, সোমবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময় দাসের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ তোলা হয়, বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করে বিরিয়ানির দোকান তৈরি করছে। তাই তাদের তৈরি বিরিয়ানি বয়কটের ডাক দেওয়া হয়। সেই সভাকে কেন্দ্র করে কয়েক হাজার সনাতনী হিন্দুরা উপস্থিত হয়েছিলেন।

তবে সনাতনী ঐক্য পরিষদের আড়ালে বিজেপির সভা ছিল বলে অভিযোগ করা হয়। সভায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থকরাও সম্মেলনে অংশ নেন। বিজেপির একাধিক নেতা বিধায়ক মঞ্চে উপস্থিত ছিলেন। তারা একে একে অনুপ্রবেশকারীদের হাতে তৈরি বিরিয়ানি বয়কটের ডাক দেন। সেখানে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি দাবি করেন, রাজ্যে যেভাবে বিরিয়ানি দোকান গড়ে উঠছে কোনোভাবেই সেগুলি হিন্দুদের হতে পারে না।

সভায় ছিলেন কালিকানন্দ মহারাজ। তিনিও বিরিয়ানি বয়কটের ডাক দেন। বিজেপির অন্যান্য নেতারাও একই বার্তা দেন। এর পাশাপাশি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দেন বিজেপি নেতারা। সভা শেষে সনাতনীদের নিয়ে নো ম্যানস ল্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে ছিলেন কয়েক হাজার মানুষ। তবে জিরো পয়েন্টের ৩০ মিটার আগে বিএসএফ তাদের মিছিল আটকায়। শেষে সেখানে বেলুন উড়িয়ে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

যদিও অনুষ্ঠান শেষে দেখা যায়, সভায় আসা মানুষদের হাতে তুলে দেওয়া হয় বিরিয়ানিরই প্যাকেট। এ দিন ১০ হাজার মানুষের জন্য বিরিয়ানির ব্যবস্থা ছিল। সভা শেষে সকলের হাতে বিরিয়ানি তুলে দেওয়া হয়। এ নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা যুবনেতা ঋজু দত্ত। তিনি বলেন, ‘এটা আপনারা বন্ধ করতে পারবেন না।’

আরএস

Link copied!