Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভারতের ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৪, ১১:০৭ এএম


ভারতের ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে এ হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ সকালে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে সঙ্গে সঙ্গে অবহিত করেছে এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।

এনডিটিভির হাতে পাওয়া ওই ইমেইলের একটি অনুলিপি অনুসারে, রোববার রাতে ১১টা ৩৮ মিনিটে ওই ইমেইলটি পাঠানো হয়েছিল। ইমেইলে দাবি করা হয়েছে, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‍‍`বোমাগুলো ছোট এবং খুব ভালোভাবে লুকানো আছে।‍‍`

ইমেইল প্রেরক বোমা নিষ্ক্রিয় করতে ৩০ হাজার মার্কিন ডলার দাবি করেছেন। ইমেইলে তিনি লিখেছেন, ‍‍`এটি ভবনের খুব বেশি ক্ষতি করবে না, তবে বোমা বিস্ফোরণে অনেক লোক আহত হবে। আপনারা সকলেই কষ্ট পাবেন এবং অঙ্গ হারাবেন।‍‍`

এরপর ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল এবং স্থানীয় পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত স্কুল দুটিতে যায় এবং তল্লাশি অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি।

এদিকে ইমেইলটি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে দিল্লি পুলিশ তা তদন্ত করছে এবং ইমেইল প্রেরককেও খুঁজছে।

এর আগে গত ১ মে দিল্লির ৮টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর খালি করে দেওয়া হয় কয়েকটি স্কুল চত্বর। ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব স্কোয়াড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিআরইউ

Link copied!