Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

অর্থপাচার মামলায় পি কে হালদারের জামিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৪, ০৬:১৯ পিএম


অর্থপাচার মামলায় পি কে হালদারের জামিন

বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিনজনকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত।

জামিন পাওয়া অন্য দুজন হলেন- পিকে হালদারের সহযোগী স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি।

১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এছাড়া তাদের শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে। আগামী ৯ জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবী অরিজিৎ চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তাই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক।

এর আগে গত ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে হালদারের ভাই প্রানেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন।

ইএইচ

Link copied!