Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪,

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৬২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:১৭ এএম


দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৬২

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সি নিশ্চিত করে বলেছে, ৬২ জন নিহত হয়েছে, উদ্ধার অভিযান চলছে।

মুয়ান শহরের বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে সরে গিয়ে বিধ্বস্ত হয়ে এ প্রাণহানি ঘটে।

রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩ মিনিটে জেজু এয়ারের একটি ফ্লাইট ৭সি২২১৬ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

সংস্থাটি বলেছে, আগুন প্রায় নিভিয়ে ফেলা হয়েছে তবে উদ্ধারকর্মীরা এখনও বিমানের ধ্বংসাবশেষ থেকে লোকজনকে বের করার চেষ্টা করছেন।

আল জাজিরার রব ম্যাকব্রাইড দক্ষিণ কোরিয়ার সিউল থেকে রিপোর্ট করছে যে, রাজধানী থেকে প্রায় ২৮৯ কিলোমিটার (১৭৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বিমানবন্দরে একটি বড় উদ্ধার অভিযান চলছে।

“এটি ব্যাংকক থেকে রাতে ফিরে আসা একটি ফ্লাইট ছিল। ল্যান্ডিং গিয়ারের সঙ্গে কিছু ত্রুটি ছিল বলে মনে হচ্ছে এবং মিডিয়াতে যে চিত্রগুলো এসেছে তাতে দেখা যাচ্ছে যে বিমানটি তার পেটে অবতরণ করছে, রানওয়ে ধরে স্কিড করছে, তারপরে একটি বিশাল বিস্ফোরণ হয়,” ম্যাকব্রাইড বলেন।

বোয়িং ৭৩৭-৮০০ জেট বিমানটিতে দুজন থাই যাত্রী ছিল এবং বাকিরা দক্ষিণ কোরিয়ার বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে বিমান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। অন্য একজন দেখিয়েছেন যে জেটের লেজের অংশটি আগুনে আচ্ছন্ন হয়ে আছে যা রানওয়ের পাশে দেখা যাচ্ছে। কাছাকাছি ফায়ার ফাইটার এবং জরুরি যানবাহন রয়েছে।

ইয়োনহাপ রিপোর্ট করেছে, বিমানটি দেশের দক্ষিণ-পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাখির উপস্থিতির ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক মুয়ানে উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন।

ইএইচ

Link copied!