আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:২৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:২৮ এএম
ইসরায়েলি বাহিনী শনিবার গাজাজুড়ে হামলা চালিয়ে কমপক্ষে ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে বেশিরভাগই ছিটমহলের অবরুদ্ধ উত্তরাঞ্চলে ঘটেছে।
ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের সময় হাসপাতালটির পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াসহ আটক রোগী ও চিকিৎসা কর্মীদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে আটকের আগে দখলদার বাহিনী তাকে বেধড়ক মারধর করে।
ফিলিস্তিনি এবং কর্মীরা সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলর প্রতি ডক্টর আবু সাফিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে।
তাদের মধ্যে অনেকে ডাক্তারের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে সাদা কোট পরে একটি ইসরায়েলি ট্যাঙ্কের দিকে হাঁটছেন ডা. হুশাম।
উত্তর গাজা থেকে পশ্চিম জেরুজালেমে দুটি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করার পর ইসরায়েলি সামরিক বাহিনী বেইত হানুনের জন্য একটি নতুন জোরপূর্বক বাস্তুচ্যুতি বিজ্ঞপ্তি জারি করেছে।
এদিকে অবরুদ্ধ উত্তর গাজায় ইসরায়েলি হামলায় শত শত মানুষ আবারও পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
শনিবার জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অন্য এলাকায় পাড়ি দেয়।
অনেকের কাছে কিছু জিনিসপত্র ছিল এবং তারা পায়ে হেঁটে যাতায়াত করছিলেন।
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর গাজা শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে এবং মহিলা ও শিশুসহ আরও অনেকে আহত হয়েছে।
সংস্থাটি বলেছে, লক্ষ্যবস্তু ভবনটি খাদির পরিবারের অন্তর্গত এবং এটি আল নাফাক স্ট্রিটে অবস্থিত।
ইএইচ