Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

সৌদি আরবে নতুন সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৫, ০৮:২৩ পিএম


সৌদি আরবে নতুন সতর্কতা জারি

সৌদি আরবে আবহাওয়া কর্তৃপক্ষ নতুন সতর্কতা জারি করেছে। রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) দুপুরের মধ্যে যেকোন সময় সময়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। মরুর দেশ সৌদিতে কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টার মধ্যে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যা প্রবল বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টি ও ধূলিসহ ঝোড়ো হাওয়া সৃষ্টি করতে পারে।

এই পরিস্থিতি পূর্বাঞ্চলীয় প্রদেশের আল আহসা, জুবাইল, আল খোবার, দাম্মাম এবং কাতিফ শহরগুলোতে দেখা যেতে পারে। রিয়াদ জানিয়েছে, এই আবহাওয়া পরিস্থিতি আজ দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।

এছাড়াও এনসিএম জানিয়েছে, মক্কা এবং মদিনা অঞ্চল, যেখানে ইসলামের দুই পবিত্র মসজিদ অবস্থিত, সেখানে ধমকা বাতাসসহ সড়কে দৃশ্যমানতা কমে গেছে। এই অবস্থাও বুধবার বিকেল ৩টা পর্যন্ত অব্যাহত থাকবে।

কেন্দ্রীয় সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আসির অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা সক্রিয় বাতাস এবং কম দৃশ্যমানতার সঙ্গে রয়েছে।

আরএস

Link copied!