Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ কৃষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৫, ১১:৩৫ এএম


নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ কৃষক নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ৪০ জন কৃষক নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা উমারা জুলুম এবং রাজ্য তথ্য কমিশনার উসমান টার জানান, বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশে আইএসআইএলের (আইএসআইএস) সহযোগী সংগঠনের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

টার আরও বলেন, রোববার (১২ জানুয়ারি) গভীর রাতে চাদ লেকের তীরে অবস্থিত দুম্বায় বেশ কয়েকজন কৃষককে ধরে নিয়ে গুলি করে হত্যা করে গোষ্ঠীটি।

টার বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রায় ৪০ জন কৃষক নিহত হয়েছেন এবং আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাওয়া অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বের করা হচ্ছে।’

টার আরও বলেন, রাজ্য সরকার এই অঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধরত সৈন্যদের দুম্বা এবং এর আশপাশে বিস্তৃত চাদ লেক এলাকায় কার্যক্রম পরিচালনা করা বিদ্রোহীদের চিহ্নিত এবং নির্মূল করতে নির্দেশ দিয়েছে।

কমিশনার বলেন, কৃষিকাজ ও মাছ ধরার জন্য নির্ধারিত নিরাপদ সীমা ‘পেরিয়ে গেছে’ কৃষকেরা, যা আইএসডব্লিউএপি ও বোকো হারামের যোদ্ধাদের অভয়ারণ্য এবং ল্যান্ডমাইন দ্বারা পরিপূর্ণ।

বিআরইউ

Link copied!