Amar Sangbad
ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫,

‘ভারত-যুক্তরাষ্ট্র বাংলাদেশে দ্রুত নির্বাচন চায়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৫, ১১:৫০ পিএম


‘ভারত-যুক্তরাষ্ট্র বাংলাদেশে দ্রুত নির্বাচন চায়’

ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউওআইএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক গারসেত্তি বলেন, ‘আমরা উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই। আর এটি বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা করতে সহায়তা করবে।’

এমন মন্তব্যের মাধ্যমে দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবারই প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বললেন।

বলেন, ‘আমি মনে করি ভারত এবং যুক্তরাষ্ট্র একক নীতিতে বিশ্বাস করে। সেটি হলো উভয় দেশই শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চায়। এই মুহূর্তে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে কাজ করছে ভারত-যুক্তরাষ্ট্র।’

ডব্লিউওআইএনকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে করা এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি, হোক সেটি বাংলাদেশ বা পৃথিবীর অন্য যে কোনও দেশ—ধর্মীয় সংখ্যালঘুরা যেন কখনই নির্যাতনের শিকার না হন।’

সংবাদমাধ্যমটিকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। সাক্ষাৎকারের একেবারে শেষের দিকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় মার্কিন রাষ্ট্রদূতকে।

ইএইচ

Link copied!