Amar Sangbad
ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫,

আলাস্কায় নিখোঁজ বিমানের পাওয়া গেছে ধ্বংসাবশেষ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১১:৩২ এএম


আলাস্কায় নিখোঁজ বিমানের পাওয়া গেছে ধ্বংসাবশেষ, নিহত ১০

ল্যান্ডিংয়ের ১০ মিনিট পূর্বে নিখোঁজ হয়ে যাওয়া বিং এয়ার কারাভান সংস্থার বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানে থাকা ১০ জনের সবাই মারা গেছেন বলে আশাঙ্কা করা হচ্ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উড়োজাহাজটি যে অবস্থায় রয়েছে, তাতে বাকি ৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব নয়।

পূর্ব আলাস্কার শহর ‍‍`উনালাক্লিট‍‍` থেকে পশ্চিম আলাস্কার ‍‍`নোমে‍‍` নামক স্থানে ৯ জন যাত্রী ও এক জন পাইলটসহ বিমানটি আসার সময় হঠাৎ রাডার নজরদারির বাইরে চলে যায়। ল্যান্ডিংয়ের জন্য এয়ার ট্রাফিকের সাথে বিমানটির পাইলট যোগাযোগ করলেও হঠাৎ করে বিমানটি উধাও হয়ে যায়। এরপর ফায়ারা সার্ভিস ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।

উল্লেখ্য, সর্বশেষ ১১ দিনে এ নিয়ে ৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৯শে জানুয়ারি ওয়াশিংটন ডিসির কাছে পোটোম্যাক নদীতে একটি আমেরিকান ঈগল ফ্লাইট এবং একটি আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ে, দুটি বিমানেরই ৬৭ জন লোক নিহত হয়। ৩১শে জানুয়ারি ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল ট্রান্সপোর্টেশন বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী এবং মাটিতে থাকা আরও একজন নিহত হন।

বিআরইউ

Link copied!