Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫,

সেতু থেকে বাস উল্টে গুয়াতেমালায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১০:৩৮ এএম


সেতু থেকে বাস উল্টে গুয়াতেমালায় নিহত ৫১

গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে ছিটকে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

শহরের ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন। বাসটি সান অগুস্তিন আকাসাগুয়াস্তলান শহর থেকে রাজধানী গুয়াতেমালা সিটির দিকে আসছিল। যাত্রী বোঝাই বাসটি পুয়েন্টে বেলিস নামক একটি হাইওয়ে সেতু থেকে প্রায় ২০ মিটার নিচে নর্দমার পানিতে পড়ে যায়।

গুয়াতেমালার ফায়ার সার্ভিসের মুখপাত্র কার্লোস হার্নান্দেজ জানান, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় মর্গে পাঠিয়েছেন।

ফায়ার সার্ভিসের শেয়ার করা ছবিতে দেখা গেছে, বাসটি নর্দমার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হতাহতদের দেহ।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো ঘটনাটিকে ‘মর্মান্তিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি উদ্ধার কাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েনের নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় প্রেসিডেন্ট আরেভালো বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনার শিকার হওয়া পরিবারগুলোর প্রতি আমার সহমর্মিতা। তাদের ব্যথা আমারও ব্যথা।’

বিআরইউ

Link copied!