আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১০:৪৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১০:৪৬ এএম
ওয়াশিংটনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু্ই দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম মার্কিন সফর৷
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি পৌঁছান। তিনি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গেও দেখা করেছেন।
ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ, তার বিতর্কিত গাজা শান্তি পরিকল্পনা এবং অবৈধ অভিবাসীদের গণহারে নির্বাসনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার মধ্যে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে উভয় নেতার আলোচনায় এই বিষয়গুলি প্রধানত স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক কারও অজানা নয়। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম জমানায় ২০১৯ সালের সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদি’ আয়োজিত হয়। পরের বছর, ২০২০ সালে গুজরাতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প।
২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের পর, মোদি তাকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন৷ এরপরেই তাকে দেশে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প৷ কিছুদিন আগেই শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা৷ অনুপ্রবেশের কারণে তাদের দেশে ফেরত পাঠানোর সময় হাতকড়াও পরিয়েছিল ট্রাম্প প্রশাসন৷ এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷
বিআরইউ