আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১১:১৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১১:১৯ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে।
রোববার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এই প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আরও ৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আহতের মোট সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে। এখনও অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ১৯ জানুয়ারি থেকে গাজায় তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এতে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রা রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অবকাঠামোর ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
ইএইচ