Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

কানাডায় অবতরণের সময় ৮০ আরোহী নিয়ে উল্টে গেল প্লেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১০:৫১ এএম


কানাডায় অবতরণের সময় ৮০ আরোহী নিয়ে উল্টে গেল প্লেন

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রী বহনকারী একটি বিমান উল্টে অন্তত ১৮ জন আহত হয়েছেন। বিমানটিতে ৮০ জন যাত্রী ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ১৩ মিনিটের দিকে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সিআরজে৯০০ বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও এ বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানটি দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। বিমানটি রানওয়েতে অবতরণের চেষ্টা করার সময় ৪০ মাইল প্রতি ঘণ্টা (৬৫ কিলোমিটার) বেগে বাতাস বইছিল।

দুর্ঘটনার ৯০ মিনিট পরই ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, মন্ট্রিল ও অটোয়া বিমানবন্দর থেকে ছেড়ে আসা ২৬টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

গ্রেটার টরন্টো বিমানবন্দর কর্তৃপক্ষের সিইও ডেবোরা ফ্লিন্ট সাংবাদিকদের বলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে কোনও প্রাণহানি হয়নি।

উল্লেখ্য, দুর্ঘটনার কারণ জানা না গেলেও টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।

বিআরইউ

Link copied!