Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫,

ইউক্রেনকে ২.২৬ বিলিয়ন পাউন্ড ঋণ দিচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২, ২০২৫, ১১:৩৬ এএম


ইউক্রেনকে ২.২৬ বিলিয়ন পাউন্ড ঋণ দিচ্ছে ব্রিটেন

ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ২.২৬ বিলিয়ন পাউন্ড ঋণ দিতে চুক্তি করেছে ব্রিটেন। এই ঋণ ইউক্রেনের সামরিক শক্তি বাড়ানোর উদ্দেশ্যে দেয়া হচ্ছে, যাতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা যায়। রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১ মার্চ) এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইউক্রেনের প্রেসিডেন্ট। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউক্রেনের অর্থমন্ত্রী সেরহি মার্চেঙ্কো।

এই ঋণের অর্থ ফেরত নেয়া হবে জব্দকৃত রাশিয়ার সম্পদ থেকে পাওয়া লভ্যাংশ থেকে। এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের কাছে চরম অপমানিত হওয়ার পর, বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন ভোলদেমির জেলেনস্কি। লন্ডনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান কেইর স্টার্মার। সফরে ইউরোপীয় নেতাদের সাথে এক সম্মেলনে অংশ নেয়ার কথা জেলেনস্কির। এছাড়াও ব্রিটেনের রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করবেন ভোলদেমির জেলেনস্কি।

বিআরইউ

 

Link copied!